তাড়াইল (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদরের দারুল কুরআন মাদরাসার স্বাস্থ্য সচেতনতা কর্মসূচির অংশ হিসেবে ৫-১৬ বছর বয়সী শিশুদেরকে কৃমিনাশক ওষুধ খাওয়ানো ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করা হয়েছে।
দারুল কুরআনের নুরানি কিন্ডারগার্টেন শাখা ও হিফয বিভাগের ক্যাম্পাসে আজ সোমবার সকাল সাড়ে ৯টায় এ কর্মসূচির উদ্বোধন করেন প্রতিষ্ঠানের পরিচালক এমদাদুল্লাহ্। প্রতিষ্ঠানের নিজস্ব স্বাস্থ্য কর্মসূচির আওতায় ১৫০ জন শিক্ষার্থীকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয় এবং বেলা সাড়ে ১১টায় ৩০ জন শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শতভাগ রক্তের গ্রুপ নির্ণয় নিশ্চিত করা হয়।
এ কর্মসূচি পালনকালে দারুল কুরআনের হিফয বিভাগের শিক্ষক হাফেয মাওলানা সোহাইল আহমাদ, দারুল কুরআন মহিলা মাদরাসার নাযেমে তালিমাত হাফেয মাওলানা মুফতি হাসান মাহমুদ, নুরানি কিন্ডারগার্টেন শাখার শিক্ষক জাহাঙ্গীর আলম কাশেম, দারুল কুরআনের নুরানি কিন্ডারগার্টেন শাখার শিক্ষক হাফেয মাওলানা আকরামুল ইসলাম, মাওলানা জিয়াউল হক, হাফেয মো. আনোয়ার হোসেন, মাওলানা মোশারফ হুসেন মিল্কী, আবাসিক নুরানি বিভাগের শিক্ষক মাওলানা মুহাম্মদ হিদায়াতুল্লাহ্সহ অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।