নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ মোজাম্মেল (২২) নামে একজনকে গ্রেফতার করেছে র্যান। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই বিল বরুল্লা গ্রামের জয়নাল উদ্দিনের ছেলে।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার উত্তর সেহড়া এলাকায় অভিযান চালায় র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যে, একজন মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রির জন্য উত্তর সেহড়া এলাকায় অবস্থান করছে। গোয়েন্দা নজরদারি চালিয়ে এর সত্যতাও পাওয়া যায়। এরই পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে মোজাম্মেলকে গ্রেফতার করে র্যাব। এ সময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোনসেট জব্দ করা হয়।
র্যাবের কোম্পানি কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান গ্রেফতার মোজাম্মেলকে মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।