নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের নিকলীতে বিপুল পরিমাণ শুল্কবিহীন ভারতীয় পণ্য উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার দুপুরে নিকলী উপজেলার সিংপুর এলাকায় ঘোড়াউত্রা নদীতে অভিযান চালায় নিকলী থানা পুলিশের একটি দল।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. ইকবাল হোসেনের নেতৃত্বে অভিযানটি চালায়। অভিযসনে সিংপুর বাজারের দক্ষিণ পার্শ্বে ঘোড়াউত্রা নদীর জাহান ঘাটি থেকে সাবানুর (৪৭) নামে একজনকে গ্রেফতার করে। তার কাছ থেকে শুল্কবিহীন ভারতীয় ২৪৯ পিস শাড়ি, ৪০ পিস লেহেঙ্গা ও ১৮৮ জোড়া বুট জুতা উদ্ধার করা হয়। তিনি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার ভাটি তাহিরপুর গ্রামের সেকান্দারের ছেলে। উদ্ধার করা পণ্যের আনুমানিক মূল্য ৫ লাখ ১৪ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছে।
এ ব্যাপারে নিকলী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
আপনার মন্তব্য করুন