নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে ২০ জন দরিদ্র প্রতিবন্ধীকে হুইলচেয়ার ও কম্বল দিয়েছে আস্থা ৯৩ ফাউন্ডেশন নামক একটি সংগঠন। শুক্রবার বেলা ১১টার দিকে শহরের কৃষি গবেষণা ইনস্টিটিউটে হুইলচেয়ার ও কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুর রহমান।
আস্থা ৯৩ ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ড. মোহাম্মদ মহিউদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক ড. এস. এম. ফরিদ, জেলা সমাজসেবা অফিসের সহকারী পরিচালক মো. শহীদুল্লাহ, আস্থা ৯৩ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জি.আর. হায়দার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আস্থা ৯৩ ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মো. হেদায়েত হোসেন।
ইসলাহুল মুসলিমীন পরিষদ, বাংলাদেশের অর্থায়নে এ হুইলচেয়ার ও কম্বল বিতরণ করা হয়।