নিজস্ব প্রতিবেদক: “নারী ও কন্যা নির্যাতন বন্ধ করি, নতুন সমাজ নির্মাণ করি” স্লোগানকে সামনে রেখে মহিলা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার লিগ্যাল এইড উপ-পরিষদের উদ্যোগে উদযাপন করা হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস।
এ উপলক্ষে শনিবার বিকালে গুরুদয়াল সরকারি কলেজের সামনে মুক্তমঞ্চে জেলা কমিটির সভাপতি এডভোকেট মায়া ভৌমিকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটির গুরুত্ব ও পারিপার্শ্বিক অবস্থা নিয়ে স্বাগত বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক আতিয়া হোসেন। বক্তব্যে তিনি পক্ষকালের বাস্তবায়িত কার্যক্রম উপস্থাপন করেন। বাস্তবায়িত কার্যক্রমের মধ্যে রয়েছে সংবাদ সম্মেলন করে পক্ষকালের সম্ভাব্য কর্মসূচি ঘোষণা করা, করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের জঙ্গলবাড়ি এলাকায় নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধ ও নির্মূল করার লক্ষ্যে তৃণমুল নারীদের সচেতনতা বৃদ্ধিমূলক আলোচনা সভা, কেন্দ্রে জাতীয় কনভেনশনে জেলা শাখার সভাপতি, নারী ও কন্যা নির্যাতন এবং সামাজিক অনাচার প্রতিরোধ কমিটির একজন সদস্যের অংশগ্রহণ, কেন্দ্রীয় আয়োজনে ঢাকার সেগুনবাগিচায় সুফিয়া কামাল ভবনে ৫ জন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানকে নিয়ে জেলা শাখার অর্থ সম্পাদক হাসিনা হায়দার চামেলীর অংশগ্রহণ, জেলা কমিটি ও পাড়া কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভা, কিশোরগঞ্জ মডেল কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মত বিনিময় সভা, নারী ও কন্যা নির্যাতন এবং সামাজিক অনাচার প্রতিরোধ কমিটির (বিভিন্ন শ্রেণি পেশার ব্যাক্তবর্গ) সাথে মতবিনিময় সভা, লিটল ফ্রেণ্ডস কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষক, অভিভাবক ও পেশাজীবী নারীদের সাথে মতবিনিময় সভা, আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে অংশগ্রহণ, বিশ্ব মানবাধিকার দিবস পালন ও পোস্টার বিতরণ (২৫ নভেম্বর -১০ ডিসেম্বর)।
সভায় আরো বক্তব্য রাখেন মহিলা পরিষদ জেলা শাখার সাবেক সভাপতি সুলতানা রাজিয়া, সাংগঠনিক সম্পাদক জাহানারা ইসলাম, প্রচার সম্পাদক তাহমিনা ইসলাম, সদস্য এডভোকেট শংকরী সাহা, মনিকা দাস, বন্দনা দত্ত, মনোয়ারা জলি, নাজমা আক্তার, মানবাধিকার কর্মী হারুন আল রশীদ, আনোয়ারা বেগম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কিশোরগঞ্জ শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল, বেসরকারি উন্নয়ন সংস্থা পপির কর্মী বিল্লাল হোসেন প্রমুখ।
সভা সঞ্চালন করেন মহিলা পরিষদ জেলা শাখার লিগ্যাল এইড সম্পাদক এডভোকেট হামিদা বেগম।