নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির উচ্চতর প্রশিক্ষক, বিশিষ্ট তবল বাদক, কিশোরগঞ্জ সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় ব্যক্তিত্ব তপন বসাক (অসিত বরণ বসাক) আর নেই।
আজ রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় পরলোকগমন করেন তিনি।
তিনি এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে জেলার সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
আজ রবিবার রাত ১০ টায় কিশোরগঞ্জ শহরের গাইটাল শ্মশানঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হবে।
উল্লেখ্য, কিশোরগঞ্জ শহরের ফুজিকা স্টুডিও ও শুভ স্টুডিও নামক স্বনামধন্য প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী তপন বসাক কিশোরগঞ্জ ব্যবসায়ী সমিতিরও সদস্য ছিলেন।
আপনার মন্তব্য করুন