নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আফজাল হোসেন।
যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন, বিএনপি-জামায়াতের মিথ্যা-বানোয়াট অপপ্রচার ও নৈরাজ্যের প্রতিবাদে করণীয় নির্ধারণ, সাংগঠনিক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে সভায় আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আলোচনায় অংশ নেন।
সভা সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
আপনার মন্তব্য করুন