কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা): কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক তারিকুল মুশতাক রানা (৪৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার রাত সাড়ে ৩ টার দিকে কটিয়াদী পৌর এলাকার ভোগপাড়ার বাসায় স্ট্রোকে আক্রান্ত হন তিনি। ভোরে তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে কিশোরগঞ্জ-২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি পিতা, স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বুধবার জোহরের নামাজের পর কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে কটিয়াদী পৌর এলাকার কলামহাল দরগা জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য, তারিকুল মুশতাক রানার পিতা ডা. মুশতাকুর রহমান কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ।
আপনার মন্তব্য করুন