নিজস্ব প্রতিবেদক: এনআরবিসি ব্যাংকের উদ্যোক্তা (ফ্রিল্যান্সার) সম্মাননা পেয়েছেন আশরাফ আলী সোহান।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে এনআরবিসি ব্যাংক, কিশোরগঞ্জ ব্রাঞ্চ এর আয়োজনে আজ বৃহস্পতিবার সাতজন তরুণ উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়।
আশরাফ আলী সোহান একজন ওয়েব ডেভেলপার এবং তরুণ উদ্যোক্তা। তার রয়েছে নিজস্ব আইটি ব্র্যান্ড নূর সফট, যারা তরুণদের ফ্রিল্যান্সিং সেক্টরে সহযোগিতা দিয়ে থাকে এবং ম্যানেজমেন্ট সফটওয়্যার নিয়ে মার্কেটপ্লেসে কাজ করে।
আশরাফ আলী সোহান ছাড়া সম্মাননাপ্রাপ্ত অন্য ছয়জন হলেন হোসেন আলমগীর, শায়লা আক্তার, এনামুল হক বুলবুল, মুহাম্মদ ইয়াসিন আরাফাত, হাবিবা ইসলাম ও আফরিন রহমান তুলি।
অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত প্রত্যেককে ক্রেস্ট প্রদান এবং উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে ভার্চুয়ালী সংযোগে ছিলেন স্পন্সর শেয়ার হোল্ডার মুহাম্মদ আলী চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয়জন বীর মুক্তিযোদ্ধা। তারা হলেন ভূপাল নন্দী, আজিম উদ্দিন, আব্দুল হাই, এটিএম শহিদুল ইসলাম, জয়নাল আবেদীন, মাহতাব মোল্লা, নুরুল হক ভূইয়া, গাজী শহীদুল ইসলাম ও প্রদীপ চন্দ্র সরকার।
এনআরবিসি ব্যাংক, কিশোরগঞ্জ শাখা বিজয়ের স্মরণে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এরমধ্যে স্কুল কলেজের ছেলে মেয়েদের মাঝে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নিয়ে আলোচনা, তরুণ উদ্যোক্তাদের সম্মাননা এবং বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা সভা।