ঢাকাশুক্রবার , ১৬ ডিসেম্বর ২০২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে নানা আয়োজনে উদযাপন করা হচ্ছে মহান বিজয় দিবস

প্রতিবেদক
-
ডিসেম্বর ১৬, ২০২২ ১:১৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে নানা আয়োজনে উদযাপন করা হচ্ছে মহান বিজয় দিবস। যথাযথ মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল ব্যাপক কর্মসূচি গ্রহণ করে।

১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। পরে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৭ টায় গুরুদয়াল সরকারি কলেজ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করে সর্বস্তরের মানুষ।

জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ এর নেতৃত্বে পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট মো. জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক এডভোকেট এম. এ আফজলের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলসহ সকল শ্রেণি পেশার মানুষ শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করেন।

সকাল ৮ টায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ প্রদর্শন ও ডিসপ্লে। সকাল ১০ টায় একই স্টেডিয়াম থেকে বের করা হয় বিজয় শোভাযাত্রা। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা।

দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে মহিলাদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা ও ক্রীড়া অনুষ্ঠান, পুরাতন স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ, সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।

আপনার মন্তব্য করুন