বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়তে। দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন তিনি। কিন্তু প্রতিক্রিয়াশীল গোষ্ঠী তাকে সে সুযোগ দেয়নি। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট সপরিবারে তাকে হত্যা করা হয়। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকল বাধা উপেক্ষা করে আওয়ামী লীগ বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে আওয়ামী লীগের বিকল্প নেই।
মহান বিজয় দিবস উপলক্ষে আজ শুক্রবার কিশোরগঞ্জের বাজিতপুরে ডাক বাংলার মাঠে উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্যে আফজাল হোসেন এমপি এ কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপি শুধু মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে। বাস্তবে তারা রাজাকারদের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। তাই তাদেরকে প্রতিহত করতে হবে।
সকালে স্থানীয় জয় বাংলার মাঠে জমায়েত হয়ে আফজাল হোসেন এমপির নেতৃত্বে বিজয় শোভাযাত্রা বের করা হয়। পরে ডাক বাংলার মাঠে গিয়ে শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করেন।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান রাকিবুল হাসান শিবলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মোরশেদা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, বাজিতপুর পৌরসভার মেয়র আনোয়ার হোসেন আশরাফ প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে ও পায়রা উড়িয়ে কর্মসূচির সূচনা করেন আফজাল হোসেন এমপি। পরে ডাক বাংলার মাঠে বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।