নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস উপলক্ষে আজ শনিবার কিশোরগঞ্জ নূরুল উলুম বালিকা আলিয়া মাদ্রাসা ও এতিমখানায় আলোচনা সভা, খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন মাদ্রাসার প্রাক্তন শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধার মা আমেনা খাতুন।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি এনায়েত করিম অমির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি দিলারা বেগম আসমা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মোস্তাক সরকার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো: আসাদ উল্লাহ, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মান্নান, এস, ভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা উষা রানি দেবী, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম, মুক্তিযুদ্ধের গবেষক ও বিশিষ্ট ছড়াকার জাহাঙ্গীর আলম জানান প্রমুখ।
মাদ্রাসার শিক্ষার্থীদের গাওয়া জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন ও শিক্ষার্থীদের ডিসপ্লে প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কিশোরগঞ্জ মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহফুজা আরা পলক।