ঢাকাMonday , 19 December 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

মিঠামইনে চেরাপুর ও কুড়ের খাল পুনঃখনন কাজ উদ্বোধন

প্রতিবেদক
-
December 19, 2022 6:23 pm
Link Copied!

মিঠামইন (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের মিঠামইনে পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধানে চেরাপুর ও কুড়ের খাল নামে দুটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার দুপুরে কেওয়ারজোর ইউনিয়নের ফুলপুর এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুনঃখননের কাজের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক।

চেরাপুর খাল পুনঃখননের জন্য ৮ কোটি ৮৩ লাখ টাকা ও কুড়ের খালের জন্য ৬৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি বলেন, ২০১৬ সালের জুলাই মাসের আগেও এই খাল দিয়ে বড় নৌকা, লঞ্চসহ বিভিন্ন নৌযান চলাচল করতো। তখন প্রচুর স্রোত ছিল। কালনী নদী ড্রেজার দিয়ে খনন করার ফলে পানি প্রবাহ কালনী নদী দিয়ে প্রবাহিত হতে থাকে। ফলে উক্ত খালে পলি পড়ে ভরাট হয়ে বর্তমানে ফসলি জমিতে পরিনত হয়েছে। এই খাল দুটি ভরাট হয়ে যাওয়ায় এখানকার বাসিন্দারা নৌপথে যাতায়াত করার ক্ষেত্রে ভোগান্তিতে পড়েছেন। সেচের অভাবে প্রচুর পরিমাণ ফসলি জমি অনাবাদি হয়ে পড়ে রয়েছে। খাল দুটির খনন কাজ শেষ হলে সেচ সমস্যা দূর হবে। অনাবাদি জমিতে ফসল ফলানো সম্ভব হবে। এছাড়াও নৌপথে যাতায়াত করা সহজ হবে যা ব্যবসা বানিজ্য প্রসারিত করে অর্থনৈতিকভাবে ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুন, মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কলিন্দ্র নাথ গোলদার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো.শাহজাহান মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন ডালিম, কায়সার আহমেদ ডালিম, কেওয়ারজোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মতিউর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে মিঠামইন পানি উন্নয়ন বোর্ডের পরিচালন ও রক্ষণাবেক্ষণ (পওর) উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী কামরুল হাসান, পানি উন্নয়ন বোর্ডের মিঠামইন উপজেলার উপ-সহকারী প্রকৌশলী জুবায়ের ইবনে মোস্তফা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য করুন