ঢাকাTuesday , 20 December 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জ বড় বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি তাজুল, সম্পাদক দিলু

প্রতিবেদক
-
December 20, 2022 12:56 am
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে কিশোরগঞ্জ বড় বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে সভাপতি পদে মো. তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে দিলোয়ার হোসেন দিলু বিজয়ী হয়েছেন।

শহরের বত্রিশ এলাকার একটি কমিউনিটি সেন্টারে সোমবার সকাল ৯ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪ টা পর্যন্ত। ভোট গণনা শেষে রাত পৌনে ১১ টার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মাসুদুল হাসান।

নির্বাচনে সভাপতি পদে বিজয়ী মো. তাজুল ইসলাম (ছাতা প্রতীক) পেয়েছেন ৩৮০ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সাবেক পৌরমেয়র মো. আবু তাহের মিয়া (বাই সাইকেল প্রতীক) পেয়েছেন ২৮৩ ভোট। সাধারণ সম্পাদক পদে দিলোয়ার হোসেন দিলু (চেয়ার প্রতীক) ৪৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মো. আলাউদ্দিন (আনারস প্রতীক) পেয়েছেন ১৭২ ভোট। সহ-সভাপতি পদে বিজয়ী দুজন যথাক্রমে মো. খাইরুল ইসলাম (হাতি প্রতীক) পেয়েছেন ৪৯৫ ভোট ও এম. এ রাশীদ (হরিণ প্রতীক) পেয়েছেন ৩৫০ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে বিজয়ী দুজন যথাক্রমে মো. আব্দুল কাইয়ুম (মই প্রতীক) ৪১১ ভোট ও আকরাম হোসেন সুমন (গোলাপ ফুল প্রতীক) ৩৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। কোষাধ্যক্ষ পদে আলমগীর হোসেন (তালা-চাবি প্রতীক) ৩৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তাছাড়া অন্যান্য পদে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তারা হলেন সাংগঠনিক সম্পাদক পদে মো. মঞ্জুরুল করিম আরাফাত, দপ্তর ও প্রচার সম্পাদক পদে হৃদয় আলম খান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. আব্দুল করিম, কার্যকরী সদস্য পদে আনিসুর রহমান আনাস, সমর সরকার ও গৌরাঙ্গ চন্দ্র বর্মণ।

নির্বাচনে মোট ভোট ৬৯৭ জন ভোটারের মধ্যে ৬৭৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

আপনার মন্তব্য করুন