হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে মাজারে ওরশের নামে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন আলেম ওলামা ও এলাকাবাসী।
আজ বুধবার দুপুরে কিশোরগঞ্জ-হোসেনপুর সড়কের রামপুর বাজারে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, হোসেনপুর উপজেলার মধ্য পুমদী গ্রামে কথিত আহাম্মদ কবিরাজের মাজারে সপ্তাহব্যাপী ওরশের নামে মেলা, জুয়ার আসর, মাদকের আড্ডাসহ নানা অসামাজিক কার্যকলাপ হয়ে থাকে। মেলায় ইসলাম বিরোধী কার্যকলাপও চলে। এ মেলা চললে এলাকার যুব সমাজের নৈতিক অবক্ষয় ঘটবে। কতিপয় ব্যক্তি নিজেদের স্বার্থে আগামী ২৩ ডিসেম্বর থেকে ওরশ ও মেলা চালু করার ঘোষণা দিয়েছে। এ কারণে এলাকার সচেতন ও ধর্মপ্রাণ মানুষ ক্ষুব্ধ।
মাওলানা আবদুল বাছির সাদীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল কাইয়ুম মামুন, মাওলানা সাইয়েদ সিরাজুল হুদা, মাওলানা কারিমুল্লাহ, মাওলানা আবুল কাশেম জুয়েল, মাওলানা আবুল কালাম ফারুকী, মাওলানা নাজমুল হাসান ফয়সাল, মাওলানা রফিকুল ইসলাম, আবুল ফাতাহ মো. নূরুল্লাহ, মাওলানা এমদাদুল হক, হাফেজ তাজুল ইসলাম, মাওলানা মোতাসিম বিল্লাহ প্রমুখ।
মানববন্ধনে এলাকার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, মাদ্রাসার শিক্ষক–শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেন।
তবে ওরশ কমিটির সভাপতি ও পুমদী ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ূম ও মাজারের খাদেম মো. আজিজুল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করে বলেন, নিময় মেনে ও প্রশাসনের অনুমতি নিয়েই ২৪ বছর ধরে ওরশ ও মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এবারও অনুমতির জন্য আবেদন করা হয়েছে। অনুমতি পাওয়া যাবে বলে আশা প্রকাশ করে তারা বলেন, এখানে সমাজ ও ইসলাম বিরোধী কোন কার্যকলাপ হয় না। প্রয়োজনে অভিযোগকারীরা ওরশে এসে দেখে যেতে পারেন বলে মন্তব্য করেন তারা।
এ ব্যাপারে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদ আলম জানান, প্রশাসনের অনুমতি ছাড়া ওরশ ও মেলা করা যাবেনা।
হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজ বলেন, ওরশ ও মেলার জন্য অনুমতি দেওয়া হয়নি। এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য ওসিকে বলা হয়েছে।