নিউজ একুশে ডেস্ক: র্যাব-১৪ কিশোরগঞ্জের ভৈরব ক্যাম্পের একটি দল বিশেষ অভিযান চালিয়ে একটি পিকআপ থেকে ২৪২ বোতল ফেনসিডিল ও সাড়ে ৫৩ কেজি গাঁজাসহ ইমন (১৯) নামে একজনকে গ্রেফতার করেছে। তিনি ভৈরব উপজেলার ভৈরবপুর উত্তরপাড়া এলাকার জয়নাল আবেদীনের ছেলে।
মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে অভিযানটি চালানো হয়।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলীর নেতৃত্বে র্যাবের দলটি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মালিহাতা গ্রামের জিন্নাত অটো রাইস মিলের বিপরীত পাশে সিলেট-ঢাকা মহাসড়কের ঢাকাগামী লেনের ওপর অভিযান চালায়। এ সময় একটি পিকআপ আটক করে তল্লাশি চালিয়ে ২৪২ বোতল ফেনসিডিল ও সাড়ে ৫৩ কেজি গাঁজা উদ্ধার করে। ফেনসিডিল ও গাঁজা রাখা এবং পাচারের অভিযোগে গ্রেফতার করা হয় ইমনকে।
গ্রেফতার ইমন দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে র্যাব দাবি করেছে।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।