ঢাকাবৃহস্পতিবার , ২৯ ডিসেম্বর ২০২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

পাকুন্দিয়ায় অনুষ্ঠিত হলো পিঠা উৎসব

প্রতিবেদক
-
ডিসেম্বর ২৯, ২০২২ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব। বৃহস্পতিবার বিকালে উপজেলার চরকাওনা কারিগরি স্কুল ও কলেজ প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করে কর্তৃপক্ষ ।

বাহারি পিঠা নিয়ে স্টল সাজিয়ছিলেন শিক্ষার্থীরা। হাজারো পিঠাপ্রেমির ভিড়ে জমে ওঠে উৎসবটি।

দুপুর থেকেই চরকাওনা কারিগরি স্কুল ও কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের ভিড়ে জমে উঠে এ উৎসব। বিভিন্ন রকম পিঠার সমাহার নিয়ে বসে ৯টি স্টল। স্টলগুলোতে ছিল ভাঁপা, পুলি, পাটিসাপটা, পাকন (নকশি), ভাজা শুটকি পিঠা, খেজুর পাতার মিষ্টি পিঠা, ফুল পিঠা, চিতই, চেঁপা পিঠা, মালা পিঠা, মাছের সমুচা, দুধ পুলি, পয়সা পিঠাসসহ ৭২ রকমের পিঠা।

শিক্ষার্থীরা ১০ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামে বিক্রি করেন এসব পিঠা। উৎসবে আসা এনামুল হক বলেন, আগে শীত আসলেই বাড়িতে পিঠার আয়োজন হতো। পেশাগত কারণে শহরে থাকায় এখন শীতে মায়ের হাতের পিঠা খুব মিস করি। তাই পিঠা উৎসবের কথা শুনেই চলে এসেছি। পিঠা উৎসবের আয়োজন করার জন্য আয়োজকদেরকে ধন্যবাদ জানান তিনি।

গৃহিণী বিলকিস আক্তার ও স্কুলছাত্রী তাহিরা ইসলাম বলেন, পিঠা খেতে উৎসবে এসেছি। কয়েক রকমের পিঠা খেয়েছি। এসব পিঠা খুবই সুস্বাদু এবং দামও অনেক কম বলে মন্তব্য করেন তিনি।

চরকাওনা কারিগরি স্কুল ও কলেজের প্রতিষ্ঠাতা ও শিক্ষক মো. শফিকুল ইসলাম জানান, অল্প সময়ের মধ্যে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। ভাবা যায়নি এত মানুষ উৎসবে আসবেন। ভালো সাড়া পেয়েছেন এবং আগামীতে আরও বড় আকারে পিঠা উৎসব আয়োজনের চেষ্টা করবেন বলে জানান তিনি।

চরকাওনা কারিগরি স্কুল ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি মো. তানভীর হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দিন, রাজধানীর মহাখালীর সাহিক হাসপাতালের নাক-কান-গলা বিশেষজ্ঞ ও সার্জন ডা. আব্দুস সামাদ, জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল আহাম্মেদ, হোসেনপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, চরকাওনা কারিগরি স্কুল ও কলেজের সুপারিনটেনডেন্ট হামিদা খাতুন, প্রোভেট রিসোর্স লিমিটেডের পরিচালক ডা. শামীম আহমেদ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইটনা উপজেলার ধারা এসইএসডিপি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হাসিম বুলবুল।

আপনার মন্তব্য করুন