আদালত প্রতিবেদক: কিশোরগঞ্জে সাত বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। সাজা এড়াতে গত ২৪ বছর যাবত পলাতক ছিলেন তিনি।
আজ সোমবার বিকালে কিশোরগঞ্জের ১ নং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে দুপুরে সদর উপজেলার স্বল্প যশোদল এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
সাজাপ্রাপ্ত হারিছ মিয়া (৬০) সদর উপজেলার স্বল্প যশোদল গ্রামের মৃত হাসু মিয়ার ছেলে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ এসব তথ্য নিশ্চিত করে জানান, কিশোরগঞ্জ মডেল থানার ১৯৯৯ সালের একটি মামলায় আদালত হারিছ মিয়াকে সাত বছরের কারাদণ্ড দেয়। এরপর থেকে বিভিন্ন জায়গায় পলাতক ছিলেন তিনি৷ গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার দুপুরে সদর উপজেলার স্বল্প যশোদল এলাকায় তার অবস্থান নিশ্চিত হওয়া যায়। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
হারিছ মিয়া সাত বছরের সাজা এড়াতে দীর্ঘ ২৪ বছর পলাতক ছিলেন বলে ওসি জানান।