নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলাম ও তার জ্যেষ্ঠপুত্র আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল বিকৃত করার প্রতিবাদে কিশোরগঞ্জে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সর্বস্তরের নাগরিকদের ব্যানারে আজ সোমবার বিকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে কিশোরগঞ্জের জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম. এ আফজল, যুগ্ম সাধারণ সম্পাদকএডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, এডভোকেট আবু সাঈদ ইমাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এডভোকেট মীর আমিনুল ইসলাম সোহেল, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এটা মুক্তিযুদ্ধের চেতনার ওপর আঘাত। এমন ন্যাক্কারজনক ঘটনা মেনে নেওয়া যায়না। তারা অবিলম্বে দুস্কৃতিকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।
উল্লেখ্য, রবিবার রাতের কোন এক সময় শহরের কালীবাড়ি সড়ক এলাকায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে ম্যুরালে রঙ লাগিয়ে বিকৃত করে দুস্কৃতিকারীরা। এ ঘটনায় শহরজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।