হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুনের ব্যক্তিগত উদ্যোগে দুস্থ শীতার্ত মানুষের মাঝে ৫০০ কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে স্থানীয় আসাদুজ্জামান খান অডিটোরিয়ামে কম্বল বিতরণের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কৃষিবিদ মো. মসিউর রহমান হুমায়ুন বলেন, যাদের জমি ও জায়গা নেই, তাদেরকে দুইশতক জায়গার মধ্যে ঘর তৈরি করে বর্তমান সরকার আশ্রয়ের ব্যবস্থা করেছেন। সরকার অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধী মানুষের মাঝে বিভিন্ন ভাতার ব্যবস্থা করেছেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. জহিরুল ইসলাম নুরু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ হালিম, পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান টিটু, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান মোবারিছ, হোসেনপুর প্রেসক্লাবের সভাপতি প্রদীপ কুমার সরকার, উপজেলা কৃষক লীগের সভাপতি মো. আক্তার হোসেন দুলাল, উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক মো. আজহারুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মোখলেছুর রহমান মোখলেছ প্রমুখ।