ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা: ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এগারসিন্দুর ট্রেনের একটি বগি কিশোরগঞ্জের ভৈরবে লাইনচ্যুত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে ভৈরব রেলওয়ে জংশন এলাকায় ৩ নম্বর লাইনে ঘটনাটি ঘটে।
ভৈরব রেলওয়ে থানার উপ–পরিদর্শক (এসআই) কার্তিক চন্দ্র রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা থেকে সকাল সাতটার দিকে ছেড়ে আসা এগারসিন্দুর ট্রেনটি ভৈরব স্টেশনে আসার পর ইঞ্জিন ঘুরানোর সময় ক নম্বর বগিটি লাইনচ্যুত হয়।
কিশোরগঞ্জে রেলওয়ে স্টেশনের মাস্টার ইউসুফ জানান, ক নম্বর বগি লাইনচ্যুত হয়। এ সময় খ ও গ নম্বর বগি দুটিও ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় ক, খ ও গ তিনটি বগি ড্যামেজ হয়ে পড়ে। ফলে এ তিনটি বগি রেখেই প্রায় দুই ঘন্টা দেরিতে বেলা ১২.৫ এ ট্রেনটি ভৈরব থেকে ছেড়ে যায় কিশোরগঞ্জের উদ্দেশ্যে।
ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ১০ জন সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। তবে রেলওয়ে পুলিশ পাঁচজন আহত হওয়ার বিষয় নিশ্চিত করেছে।