রাকিবুল হাসান রোকেল: কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেছেন, কৃষকরাই এদেশের প্রাণ। কৃষক বাঁচলে দেশ বাঁচবে।
আজ শনিবার বিকালে কিশোরগঞ্জের তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে তাড়াইল উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। দেশে কৃষকদের ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, করোনাকালে এদেশের মানুষেরা বুঝেছেন কৃষির গুরুত্ব এবং কৃষকের ভূমিকা কি। তিনি আরও বলেন, কৃষকেরা অত্যন্ত সম্মানের পাত্র এবং কৃষি সম্মানের পেশা।
তিনি বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এ কথা বিবেচনা করেই বর্তমান সরকার কৃষকদের উৎপাদিত ধানসহ বিভিন্ন ফসলের নায্য মুল্য নিশ্চিত করতে বদ্ধপরিকর। বর্তমান সরকার কৃষকদের মাঝে বিভিন্ন ফসলভিত্তিক নগদ টাকা, বীজ, সার ও কৃষি সামগ্রী প্রনোদনা হিসেবে বিতরণ করে কৃষকদেরকে উৎসাহিত করছে। কাজেই এ দেশের কৃষকরা এখন ভালো আছেন। আর কৃষকেরা ভাল থাকলেই দেশ ভাল থাকবে।
কৃষক লীগের নেতৃবৃন্দের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, শুধু কৃষক লীগের নেতা হয়ে বসে থাকলে চলবেনা। কৃষকদের সুখে দুঃখে পাশে থাকতে হবে। এদেশের কৃষকরা মানুষের খাদ্যের যোগান দেয়। কৃষকরা আমাদের জাতি এবং দেশের উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ।
বৈশ্বিক অর্থনীতির দিকে দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, করোনাকালে বিশ্বের অনেক দেশ খাদ্যের যোগান দিতে গিয়ে হিমশিম খেয়েছে। বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ছিল বলেই তেমন কোন সমস্যা হয়নি।
এর আগে জেলা কৃষকলীগের সভাপতি আহমেদ উল্লাহ সম্মেলনের উদ্বোধন করেন।
উপজেলা কৃষকলীগের সভাপতি ইসলাম উদ্দিন ফয়সালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সরকারের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. আবুল হোসেন, তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ভূইয়া মোতাহার, সাধারণ সম্পাদক মো. গিয়াসউদ্দিন লাকি, কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আক্তারুজ্জামান শিপন, জেলা কৃষকলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন চৌধুরী, আবুল হাশেম মাস্টার, সাংগঠনিক সম্পাদক কায়সার আহমেদ লিংকন, দপ্তর সম্পাদক দীপক দাস, জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আবুল হাসেম, জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন প্রমুখ।