পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ২০২১-২০২২ অর্থবছরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট (এনটিপি-২) (১ম সংশোধিত) আওতায় কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
রবিবার বিকালে পৌরসভার ৮নং ওয়ার্ডের নামা লক্ষ্মীয়া ফুরকানীয়া মাদ্রাসা প্রাঙ্গণে মাঠ দিবসের আয়োজন করা হয়। পাকুন্দিয়া কৃষি অফিসের তত্ত্বাবধানে এবং নামা লক্ষ্মীয়া ধান সমবায় সমিতির উদ্যোগে আয়োজিত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া পৌরসভার মেয়র নজরুল ইসলাম আকন্দ।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে ও আবু হানিফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নূরে আলম ও পাকুন্দিয়া পৌরসভার প্যানেল মেয়র সিদ্দিক হোসেন রিপন।
এছাড়াও বক্তব্য রাখেন কৃষি সম্পসারণ কর্মকর্তা আ. ছামাদ ও উপ সহকারী কৃষি কর্মকর্তা মাইদুল হক। বক্তারা কৃষিক্ষেত্রে বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিষয় তুলে ধরেন এবং আধুনিক উপায়ে অধিক ফসল ফলাতে কৃষকদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
মাঠ দিবসে এলাকার শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।