নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ জেলা কৃষক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকালে জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে অনুষ্ঠিত সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনে এনামুল হক ইদ্রিসকে সভাপতি ও মোস্তফা কামাল নান্দুকে সাধারণ সম্পাদক করে জেলা কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক আবিদ হুসেন।
কমিটির তিনজন সহ সভাপতি হলেন বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, মো. নুরুল ইসলাম ও মানিক খান। সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নূরুল হক ভূইয়া, দুজন সহ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও কামরুল হাসান খান জুয়েল এবং সদস্য হয়েছেন সৈয়দ নজরুল ইসলাম, নজরুল ইসলাম তালুকদার, হাবিল মিয়া, কবি মতুর্জা জামাল, সুলতান উদ্দীন, জয়নাল আবেদীন, মাহতাব উদ্দীন, আলী আকবর রাজ্জাকী কামরুল, আব্দুল হেলিম, মো. আঙ্গুর মিয়া, আব্দুর রহমান ও জামাল উদ্দীন।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রবীন কৃষক নেতা বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এস এম এ সবুর।