নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে দেশীয় তৈরী পাইপগানসহ মো. তারেকুল ইসলাম রুবেল (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। রবিবার রাত ৮ টার দিকে শহরের গৌরাঙ্গ বাজারের সৈয়দ আশরাফুল ইসলাম পৌর শিশু পার্ক সংলগ্ন নিউ মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।
গ্রেফতার মো. তারেকুল ইসলাম রুবেল কিশোরগঞ্জ পৌরসভার মনিপুরঘাট এলাকার আব্দুল হাইয়ের ছেলে।
র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান রবিবার রাত সোয়া ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, গোপন সূত্রের সংবাদে তারা জানতে পারেন যে, কিশোরগঞ্জ শহরের গৌরাঙ্গ বাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ এক ব্যক্তি অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব গোয়েন্দা নজরদারী চালিয়ে এর সত্যতা পায়। এরই পরিপ্রেক্ষিতে রবিবার রাত ৮ টার দিকে গৌরাঙ্গ বাজারে সৈয়দ আশরাফুল ইসলাম পৌর শিশু পার্ক সংলগ্ন নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরী পাইপগানসহ মো. তারেকুল ইসলাম রুবেলকে গ্রেফতার করে র্যাব।
কোম্পানী কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে অস্ত্রধারী যুবকটি এলাকায় প্রভাব বিস্তার করার জন্য অস্ত্র নিজ হেফাজতে রেখেছিল বলে স্বীকার করেন।
তার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে র্যাব জানায়।