ঢাকাMonday , 9 January 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে ট্রেনের ১৪ টিকিটসহ একজন গ্রেফতার

প্রতিবেদক
-
January 9, 2023 11:57 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে ট্রেনের ১৪ টিকিট, নগদ এক হাজার টাকা ও একটি মোবাইল ফোনসেটসহ শরিফুল ইসলাম (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার রাত সোয়া ৯টার দিকে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।

শরিফুল ইসলাম কিশোরগঞ্জ শহরের পূর্ব তারাপাশা এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে।

র‌্যাবের কোম্পানী কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের টিকিট কালোবাজারীরোধ ও কালোবাজারীদের আইনের আওতায় আনার জন্য র‌্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় কিশোরগঞ্জ ক্যাম্পে বেশ কিছুদিন ধরে বিভিন্ন মাধ্যমে অভিযোগ আসতে থাকে যে, একটি কালোবাজারী চক্র ট্রেনের টিকিট অনলাইন ও কাউন্টার থেকে অগ্রিম ক্রয় করে অবৈধভাবে নিজেদের কাছে মজুদ করে রাখে। পরবর্তীতে সাধারণ যাত্রীদের মাঝে বেশি দামে টিকিটগুলো বিক্রয় করে। গোয়েন্দা নজরদারী চালিয়ে এর সত্যতা পাওয়া যায়। এরই পরিপ্রেক্ষিতে রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ২৩টি আসনের ১৪টি অগ্রীম টিকিটসহ শরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়। এসময় তার তার কাছ থেকে টিকিট বিক্রয়ের এক হাজার টাকা ও একটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়।

র‌্যাবের কোম্পানী কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি রেলের টিকিট কালোবাজারীর সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

তার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য করুন