নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের অন্যতম ভাষা সহগামী প্রবীণ চিকিৎসক মাজহারুল হকের সহধর্মিনী নূরজাহান বেগম (৮৬) আর নেই।
মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
তিনি স্বামী, ২ ছেলে, ৫ মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আসরের নামাজের পর রাজধানীর ইব্রাহিমপুর জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তাকে ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, তার মেয়ে শায়লা পারভীন সাথী কিশোরগঞ্জ জেলা যুব মহিলা লীগের সভাপতি।
আপনার মন্তব্য করুন