হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে ট্রাক্টরচাপায় নুসরাত (৫) নামে এক শিশু নিহত হয়েছে। সে গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ মাধখলা গ্রামের আব্দুল আউয়ালের মেয়ে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাড়ির পাশে রাস্তায় খেলা করার এক পর্যায়ে রাস্তা পার হতে চাইলে একটি ট্রাক্টর তাকে চাপা দিয়ে চলে যায়। তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়ভাবে এ ঘটনার মীমাংসা হওয়ায় নিহতের পিতা কোনো অভিযোগ দিতে রাজি হননি।
আপনার মন্তব্য করুন