নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সহ সভাপতি রেদোয়ান রহমান ওয়াকিউরকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার রাত সাড়ে ৯ টার দিকে শহরের ইসলামিয়া সুপার মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলে জানা গেছে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দাউদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে মামলা রয়েছে।
সোমবার তাকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।
আপনার মন্তব্য করুন