ঢাকাবৃহস্পতিবার , ১৯ জানুয়ারি ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

প্রতিবেদক
-
জানুয়ারি ১৯, ২০২৩ ১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

আদালত প্রতিবেদক: কিশোরগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়াও তাকে এক লক্ষ টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ আসামির উপস্থিতিতে এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি দেলোয়ার হোসেন (৩৮) করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের উত্তর চানপুর গ্রামের মৃত ইমাম উদ্দিনের ছেলে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের স্পেশাল পিপি এডভোকেট এম. এ আফজল বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৮ সালে দেলোয়ারের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় ইটনা উপজেলার লাইমপাশা গ্রামের আহসান মোস্তফার মেয়ে প্রজ্ঞা মোস্তফার। বিয়ের তিন মাস পর বিদেশ চলে যান দেলোয়ার। সেখানে দুই মাস থেকে খালি হাতে দেশে ফিরেন তিনি। তখন থেকে বিভিন্ন সময় যৌতুকের জন্য চাপ দিতে থাকেন স্ত্রী প্রজ্ঞাকে। কিন্তু বাবার বাড়ি থেকে যৌতুক এনে দিতে অপারগতা প্রকাশ করেন প্রজ্ঞা। এ নিয়ে প্রায়ই তাকে শারীরিক নির্যাতন করতেন স্বামী। ২০১৯ সালের ২১ মার্চ সকালে আবারও যৌতুকের জন্য চাপ দিলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে গরু জবাই করার ছুরি দিয়ে প্রজ্ঞাকে জবাই করে পালিয়ে যান দেলোয়ার। ঐদিন বিকালে প্রজ্ঞার বাবা আহসান মোস্তফা বাদী হয়ে দেলোয়ারকে একমাত্র আসামি করে করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। রাতেই দেলোয়ারকে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ। দাম্পত্য জীবনে তাদের (হত্যাকাণ্ডের সময় বয়স তিন মাস) একটি কন্যা সন্তান রয়েছে।

করিমগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মাসুদ মামলাটি তদন্ত করে ২০১৯ সালের ২৯ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার বাদী আহসান মোস্তফা রায়ে সন্তুষ্টি প্রকাশ করে দ্রুত এ রায় কার্যকর করার দাবি জানান।

আপনার মন্তব্য করুন