তাড়াইল (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের তাড়াইল প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন তাড়াইল দেওয়ান ফারুক দাদ খান।
সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্ব সম্মতিক্রমে দেওয়ান ফারুক দাদ খানকে (দৈনিক সমকাল) সভাপতি ও মো. সুমন মিয়াকে (দৈনিক আমার সংবাদ) সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
কমিটিতে সহ-সভাপতি মাওলানা আশরাফ আলী মীর (দৈনিক ইনকিলাব) ও মো. আবুল হাসেম (দৈনিক আজকের বাংলাদেশ), যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল্লাহ (দৈনিক বজ্রধ্বনি), কোষাধ্যক্ষ খায়রুল ইসলাম (দৈনিক নওরোজ), সাংগঠনিক সম্পাদক সাদেকুর রহমান রতন (সাপ্তাহিক শুরূক), সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক ফখরুল ইসলাম ভূঁইয়া (দৈনিক শতাব্দীর কণ্ঠ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ফখরুদ্দীন আহমাদ (দৈনিক জাগো প্রতিদিন)। এছাড়া কার্যকরী কমিটির সদস্যরা হলেন, মো. আফছার উদ্দিন (দৈনিক মানবজমিন), মো. রফিকুল ইসলাম (আজকের দেশ) মো. আমিনুল ইসলাম বাবুল (দৈনিক আমাদের সময়) ও এনায়েতউল্লা (দৈনিক বাংলা সময়)।
আগামী দুই বছর এ কমিটি দায়িত্ব পালন করবে।