ঢাকাSaturday , 21 January 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

গোলাম ক‌বির স্বেচ্ছা‌সেবক লী‌গের কে‌ন্দ্রীয় শ্রম‌ সম্পাদক হওয়ায় তাড়াইলে আনন্দ শোভাযাত্রা

প্রতিবেদক
-
January 21, 2023 6:02 pm
Link Copied!

তাড়াইল (কিশোরগঞ্জ) সংবাদদাতা: ব‌্যা‌রিস্টার গোলাম ক‌বির ভূইয়া‌ স্বেচ্ছাসেবক লী‌গ কে‌ন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক নির্বা‌চিত হ‌ওয়ায় কি‌শোরগঞ্জের তাড়াইলে আনন্দ শোভাযাত্রা হয়েছে।

শ‌নিবার বি‌কালে তাড়াইল উপ‌জেলা আওয়ামী লী‌গ কার্যালয় থে‌কে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ও দলের কে‌ন্দ্রীয় নেতা‌দের অ‌ভিনন্দন জা‌নি‌য়ে আনন্দ শোভাযাত্রাটি বের হয়।

পরে দলীয় কার্যাল‌য়ে আয়োজিত সমা‌বে‌শে বক্তব্য রাখেন উপ‌জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি আ‌জিজুল হক মোতাহার।

স্বেচ্ছাসেবক লী‌গের কে‌ন্দ্রীয় ক‌মি‌টির ভারপ্রাপ্ত সভাপ‌তি গাজী মেসবাউল হো‌সেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজাল্লুর রহমান বাবু সাক্ষ‌রিত ২০ জানুয়ারি এক চি‌ঠি‌তে তা‌কে শ্রম বিষয়ক সম্পাদক নির্বাচিত করার বিষয়‌টি জানা‌নো হয়।

আনন্দ শোভাযাত্রায় আওয়ামী লীগ, স্বেচ্ছা‌সেবকলীগসহ দ‌লের বি‌ভিন্ন অঙ্গ সংগঠ‌নের নেতাক‌র্মীরা অংশ নেন।

আপনার মন্তব্য করুন