নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের সিনিয়র সাংবাদিক এনটিভির স্টাফ রিপোর্টার এডভোকেট মারুফ আহমেদ এর স্ত্রী সদর উপজেলার কলাপাড়া আব্দুল গফুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মতিয়া জাহান (৪৯) আর নেই।
আজ বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের আলোর মেলাস্থ নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি স্বামী, দুই মেয়ে, অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।
দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি।
বৃহস্পতিবার জোহরের নামাজের পর পাগলা মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাকে পাগলা মসজিদ সংলগ্ন গোরস্থানে দাফন করা হবে।
আপনার মন্তব্য করুন