নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ মডেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ১৬ তম ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ মডেল কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আ. ন. ম নৌশাদ খান।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহফুজা আরা পলকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য ফাহরাজ উদ্দীন মহসিন, মুস্তাফিজুর রহমান রাজিবসহ কলেজের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা নবীন শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের প্রভাষক, লীনা নাজনীন জীম।
আপনার মন্তব্য করুন