রাকিবুল হাসান রোকেল: চট্রগ্রাম সিটি করপোরেশনের প্রকল্প পরিচালক ও এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. গোলাম ইয়াজদানীর ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে কিশোরগঞ্জের ইটনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা-কর্মচারীরা এ মানববন্ধন করেন ।
মানবন্ধনে উপজেলা প্রকৌশলী মো. রাশেদুল আলম বলেন, প্রকৌশলী গোলাম ইয়াজদানী একজন দক্ষ ও সৎ কর্মকর্তা। তিনি প্রকিউরমেন্ট বিশেষজ্ঞ ও CPTU কর্তৃক মনোনীত একজন ন্যাশনাল ট্রেইনার। প্রকল্পের কাজ না পাওয়ায় নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানীর ওপর সন্ত্রাসী হামলা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। মানববন্ধনে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অভিযুক্ত সাহাবুদ্দিনসহ দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
বর্তমান সরকারের গতিশীল উন্নয়ন কার্যক্রম চলমান রাখতে মাঠ পর্যায়ে উন্নয়ন কাজের সাথে জড়িত প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
মানববন্ধনে উপ-সহকারী প্রকৌশলী মো. হাবিব উদ্দিন, উপজেলা প্রকল্প সমন্বয়কারী ডা. ফকরুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী আলমামুন, সুমন শেখ, আবুবকরসহ সকল স্তরের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন।
উল্লেখ্য, রবিবার বিকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অস্থায়ী ভবনের চারতলায় এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. গোলাম ইয়াজদানী সরকারি দায়িত্ব পালন করার সময় ২০-২৫ জন ঠিকাদার তার কক্ষে ঢুকে অতর্কিতভাবে হামলা চালায়।