নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক।
এক শোক বার্তায় তিনি বলেন, মাহতাব উদ্দিন চৌধুরী ছাত্র লীগের রাজনীতি থেকে শুরু করে অত্যন্ত দক্ষতা ও সততার সঙ্গে মিঠামইন উপজেলা আওয়ামী লীগের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে মিঠামইন উপজেলা আওয়ামী লীগে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হবার নয়। তিনি তার আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, শুক্রবার দিবাগত রাত ১ টার দিকে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
আপনার মন্তব্য করুন