হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে রাতুল মিয়া (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত রাতুল হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবেরচর গ্রামের হাজীবাড়ির মৃত রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার (৫ ফেব্রুয়ারি) রাতে রাতুল মিয়া তার বন্ধুদের নিয়ে সাহেবেরচর গ্রামের শুলু শাহার মাজারে মেলা দেখতে যায়। এ সময় বিগত বিশ্বকাপ আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়ার মধ্যে বড় পর্দায় খেলা দেখার দ্বন্দ্বের জেরে একই গ্রামের বকুল, মুন্না ও তালিবের সঙ্গে রাতুলের তর্কাতর্কি হয়। এক পর্যায়ে তারা রাতুলের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে মঙ্গলবার সকালে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
রাতুলের মা বিলকিছ আক্তার জানান, বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল রাতুল। কিন্তু ঘাতকরা তাকে বাঁচতে দেয়নি। তিনি হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেন। একমাত্র ছেলেকে হারিয়ে তিনি বাকরুদ্ধ।
স্থানীয় ইউপি সদস্য কামরুজ্জামান কাঞ্চন বলেন, এতিম রাতুলকে যারা খুন করেছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি হওয়া উচিত।
রাতুলের মৃত্যুর খবরে উত্তেজনার সৃষ্টি হলে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু জানান, পুলিশ মোতায়েন করার পর এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।