নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের (বিপিএসএ) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ১নং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) ফুলেল শুভেচ্ছা জানান কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রইম এন্ড অপস্) মোহাম্মদ নূরে আলম ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আল আমিন হোসাইনসহ জেলার সকল স্তরের পুলিশ কর্মকর্তারা।
গত ১৫ জানুয়ারি বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি ও স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি (গ্রেড-১) মো. মনিরুল ইসলাম বিপিএম-বার, পিপিএম-বার এবং সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান পিপিএম-বার স্বাক্ষরিত ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, চলতি বছরের ৭ জানুয়ারি বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি ও স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি (গ্রেড-১) মো. মনিরুল ইসলাম বিপিএম-বার, পিপিএম-বার এবং ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান পিপিএম-বার সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হন।
মোহাম্মদ রাসেল শেখ পিপিএম-বার গত বছরের ১৮ আগস্ট কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। যোগদানের পর খুম কম সময়ের মধ্যেই তার শ্রম, মেধা ও দক্ষতা দিয়ে জেলা পুলিশকে নতুন উচ্চতায় নিয়ে যান। বিশেষ করে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী অভিযান, ইভটিজিং ও কিশোর গ্যাং নির্মূলের ক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকা রাখেন। পাশাপাশি নারী নির্যাতন, যৌতুক প্রথার বিরুদ্ধেও বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেন তিনি। তার নেতৃত্বে জেলার বিট পুলিশিং কার্যক্রমে যোগ হয় নতুন মাত্রা।
মোহাম্মদ রাসেল শেখ বিপিএসএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ১নং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় জেলা পুলিশও উজ্জীবিত। এ ব্যাপারে কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোস্তাক সরকার বলেন, পুলিশ সুপার মহোদয় এমন একটি গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হওয়ায় জেলা পুলিশ গর্বিত। এতে করে পুলিশের প্রতিটি সদস্যের কর্মস্পৃহা অনেক বেড়েছে। এটা তার সততা, দক্ষতা ও ভালো কাজের স্বীকৃতি বলেই মনে করেন পুলিশের এই কর্মকর্তা।
বিপিএসএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ১নং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মোহাম্মদ রাসেল শেখ বলেন, অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করে যাব।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতিটি পদক্ষেপ বাস্তবায়নে দৃঢ়তার সঙ্গে কাজ করে যাবার অঙ্গিকার করেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ।
বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন (বিপিএসএ) পুলিশ ক্যাডার সার্ভিসের সদস্যদের একটি গুরুত্বপূর্ণ সংগঠন। পেশাগত উৎকর্ষ আনয়ন ও সমস্যা সমাধানে এ এসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।