নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে আন্তনগর এগারসিন্দুর গোধূলি ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার রাত সোয়া ৭টার দিকে এগারসিন্দুর গোধূলি ট্রেনটি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে। যাত্রী নামিয়ে ইঞ্জিন ঘুরানোর সময় এটি লাইনচ্যুত হয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আখাউড়া থেকে রিলিফ ট্রেন কিশোরগঞ্জ স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে জানান তিনি।
আপনার মন্তব্য করুন