নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার সাত ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টায় কিশোরগঞ্জ রেল স্টেশনের আউটার এলাকায় লাইনচ্যুত এগারসিন্দুর গোধূলি ট্রেনের ইঞ্জিন উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে কিশোরগঞ্জ রেল স্টশনে এগারসিন্দুর গোধূলি ট্রেনের ইঞ্জিন ঘুরানোর সময় লাইনচ্যুত হয়।
কিশোরগঞ্জ রেলস্টেশনের মাস্টার মো. ইউসুফ এর তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাত সোয়া ৭টার দিকে এগারসিন্দুর গোধূলি ট্রেনটি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে। যাত্রী নামিয়ে ইঞ্জিন ঘুরানোর সময় লাইনচ্যুত হয় ট্রেনটি।
তিনি আরও বলেন, আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন রাত ৩টার দিকে ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। বুধবার ভোর সাড়ে ৬টার দিকে ইঞ্জিনটি উদ্ধার করে।