ইটনা (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায় জেলের জালে ধরা পড়েছে ১৩ কেজি ওজনের বিরল প্রজাতির কচ্ছপ (কাছিম)। বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা সদরের গাবতলা আলগা বাড়ি এলাকার শফিকুল মিয়ার বড়বেড় জালে ধরা পড়ে কচ্ছপটি।
জানা গেছে, বুধবার বিকালে উপজেলা সদরের গাবতলা আলগা বাড়ি এলাকার শফিকুল মিয়া মাছ ধরার জন্য ধনু নদীতে বড়বেড় জাল ফেলেন। এসময় মাছের সাথে ১৩ কেজি ওজনের বিরল প্রজাতির কচ্ছপটি উঠে আসে। পরে ইটনা বড়বাজারে কচ্ছপটি বিক্রি করতে নিয়ে গেলে উৎসুক জনতা কচ্ছপটিকে দেখতে ভীড় জমায়। দরদামে নগরহাটি গ্রামের মাছ ব্যবসায়ী নিরঞ্জন পাল কচ্ছপটি সাড়ে ১২ হাজার টাকায় কিনে নেন।
এ বিষয়ে আনন্দপাড়া এলাকার তোফাজ্জল মিয়া বলেন, আমার জীবনে এত বড় কচ্ছপ আমাদের হাওরে দেখিনি।
মাছ ব্যবসায়ী নিরঞ্জন পাল বলেন, বাজারে সচরাচর এত বড় কচ্ছপ পাওয়া যায় না। বড় কচ্ছপের চাহিদা রয়েছে। তাই সাড়ে ১২ হাজার টাকা দিয়ে কচ্ছপটি কিনেছি। আশা করছি কচ্ছপটি ১৪ হাজার টাকায় বিক্রি করতে পারবো।
কিশোরগঞ্জ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, আপনার মাধ্যমে সংবাদটি শুনেছি। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবো। তারা এটা উদ্ধার করে অবমুক্ত করবে।