নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মিয়া মোহাম্মদ ফেরদৌস (৭২) আর নেই।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি স্ত্রী, দুই পুত্র, দুই কন্যা, অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।
এডভোকেট মিয়া মোহাম্মদ ফেরদৌস লিভার ক্যান্সারে ভুগছিলেন বলে জানা গেছে। তিনি বেশ কয়েকবার সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন। সিঙ্গাপুর থেকে ফিরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময়ের তুখোড় ছাত্রনেতা মিয়া মোহাম্মদ ফেরদৌস ঢাকা বিশ্ববিদ্যালয় জাসদ ছাত্র লীগের সভাপতি ছিলেন। পরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন তিনি। কিশোরগঞ্জ বারে খুবই দক্ষ ও গুণী আইনজীবী হিসেবে সুনাম রয়েছে তার। জেলা আইনজীবী সমিতির ছয়বারের নির্বাচিত সভাপতি ও দুইবারের সাধারণ সম্পাদক ছিলেন তিনি।