নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মিয়া মোহাম্মদ ফেরদৌসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এক শোক বার্তায় তিনি তার আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, আইন পেশায় মিয়া মোহাম্মদ ফেরদৌসের সাফল্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তার অবদান কিশোরগঞ্জবাসী আজীবন মনে রাখবে।
তিনি বলেন, তার মৃত্যুতে কিশোরগঞ্জবাসী একজন দক্ষ ও অভিজ্ঞ আইনজীবীকে হারালো।
এদিকে এডভোকেট মিয়া মোহাম্মদ ফেরদৌসের মৃত্যুতে কিশোরগঞ্জ–৫ (বাজিতপুর—নিকলী) আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, কিশোরগঞ্জ–৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক ও কিশোরগঞ্জ–২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ, কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক এডভোকেট এম. এ আফজল, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আব্দুর রহমান রুমী, সাধারণ সম্পাদক এডভোকেট এনামুল হক ও সাবেক সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও গুরুদয়াল সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ওয়ালীউল্লাহ রাব্বানী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আমিনুল ইসলাম রতন, নিউজ একুশের ব্যবস্থাপনা সম্পাদক এডভোকেট শেখ ফারুক আহাম্মদ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন এডভোকেট মিয়া মোহাম্মদ ফেরদৗস।