ঢাকাThursday , 16 February 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

এডভোকেট মিয়া মোহাম্মদ ফেরদৌসের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

প্রতিবেদক
-
February 16, 2023 8:41 pm
Link Copied!

নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মিয়া মোহাম্মদ ফেরদৌসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এক শোক বার্তায় তিনি তার আত্মার মাগফিরাত কামনা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, আইন পেশায় মিয়া মোহাম্মদ ফেরদৌসের সাফল্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তার অবদান কিশোরগঞ্জবাসী আজীবন মনে রাখবে।
তিনি বলেন, তার মৃত্যুতে কিশোরগঞ্জবাসী একজন দক্ষ ও অভিজ্ঞ আইনজীবীকে হারালো।

এদিকে এডভোকেট মিয়া মোহাম্মদ ফেরদৌসের মৃত্যুতে কিশোরগঞ্জ (বাজিতপুরনিকলী) আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, কিশোরগঞ্জ (ইটনামিঠামইনঅষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক কিশোরগঞ্জ (কটিয়াদীপাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ, কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক এডভোকেট এম. এ আফজল, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আব্দুর রহমান রুমী, সাধারণ সম্পাদক এডভোকেট এনামুল হক ও সাবেক সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও গুরুদয়াল সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ওয়ালীউল্লাহ রাব্বানী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আমিনুল ইসলাম রতন, নিউজ একুশের ব্যবস্থাপনা সম্পাদক এডভোকেট শেখ ফারুক আহাম্মদ গভীর শোক শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন

উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন এডভোকেট মিয়া মোহাম্মদ ফেরদৗস।

আপনার মন্তব্য করুন