বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার নাজিরুল ইসলাম কলেজিয়েট স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রকিবুল হাসান শিবলী, বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম হুসাইন, বাজিতপুর পৌরসভার মেয়র মো. আনোয়ার হোসেন আশরাফ, জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান, বাজিতপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হুমায়ুন কবির ও বাজিতপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মনিরুজ্জামান।
জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে পায়রা উড়িয়ে অনুষ্ঠান শুরু করা হয়। শিক্ষার্থীরা মনোজ্ঞ ক্রীড়া নৈপূন্য প্রদর্শন করে। পরে পুরস্কার বিতরণ করা হয়।