নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে প্রায় ৬ বছর পরে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও এলাকা থেকে তাকে গ্রফতার করে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।
গ্রেফতার বাচ্চু মিয়া (৫৩) কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার উত্তর ভুনা গ্রামের মৃত গোলাপ মিয়ার ছেলে।
আজ রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার এম. এম. সবুজ রানা।
র্যাব জানায়, পূর্ব শত্রুতার জের ধরে ২০১৭ সালের ২৬ জুন কটিয়াদী উপজেলার উত্তর ভুনা গ্রামের ভিকটিম মো. দুলাল মিয়াকে (৪০) আসামি বাচ্চু মিয়া ও তার সহযোগীরা বাড়িতে ঢুকে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে হত্যা করে। ঐ দিনই ১০ জনকে আসামি করে কটিয়াদী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে ৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ হত্যাকাণ্ডের পর থেকে ১নং আসামী বাচ্চু মিয়া আত্মগোপনে চলে যান। দীর্ঘ ৬ বছর আত্মগোপনে থাকা অবস্থায় বিভিন্ন নামে দেশের বিভিন্ন স্থানে শ্রমিক এবং দিনমজুর পেশায় নিয়োজিত ছিলেন।
পরবর্তীতে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ৬ জন আসামিকে যাবজ্জীবন সাজার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় পাঁচজন আসামি আদালতে উপস্থিত ছিলেন। তবে মো. বাচ্চু মিয়া শুরু থেকেই পলাতক ছিলেন।
র্যাব বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে আসাামির অবস্থান নিশ্চিত হয়। গোয়েন্দা শাখার সহযোগিতায় কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানা এবং স্কোয়াড কমান্ডার মো. শহিদুল্লাহর নেতৃত্বে র্যাবের একটি দল শনিবার রাতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার এম. এম. সবুজ রানা জানান, গ্রেফতার আসামিকে কটিয়াদী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।