নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে সোমবার ভিটামিন এ ক্যাপসুল পাবে প্রায় পাঁচ লাখ শিশু। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৫৮ হাজার ৭৭৪ শিশুকে দেওয়া হবে একটি করে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৪০ হাজার ৯৪৩ শিশুকে দেওয়া হবে একটি করে লাল রঙের ক্যাপসুল।
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয় আজ রবিবার বিকালে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মিলনায়তনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ।
সিভিল সার্জন ডা. মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম মোস্তফা ও জেলা তথ্য কর্মকর্তা মো. শামছুল হক।
এ সময় পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মাহবুবুর রহমান।
সিভিল সার্জন ডা. মো. সাইফুল ইসলাম জানান, জেলার ১৩ উপজেলার ১১১ ইউনিয়নের (শুধুমাত্র ইপিআই এলাকা) ২ হাজার ৭৭৪ ক্যাম্পে ভিটামিন এ ক্যাপসুল দেওয়া হবে। এ কার্যক্রমে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের ১ হাজার ২৫১ কর্মীসহ মোট ৬ হাজার ৭৯৯ স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।
সিভিল সার্জন আরো জানান, চার মাস সময়ের মধ্যে এ ক্যাপসুল খেয়েছে এবং অসুস্থ শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হবেনা। এ সংক্রান্ত গুজবে কান না দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।