নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন বলেছেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে, তখনই দেশের উন্নয়ন হয়। আওয়ামী লীগ সরকার উন্নয়নে বিশ্বাসী। নানা বাধা বিপত্তির পরও আওয়ামী লীগ সরকার পদ্মাসেতু নির্মাণ করেছে। কিশোরগঞ্জের হাওরে উন্নয়নের মহাযজ্ঞ চলছে। দেশের সর্বত্র উন্নয়নের যে অগ্রযাত্রা চলছে, তা কেউ রুখতে পারবেনা।
তিনি আজ রবিবার কিশোরগঞ্জের নিকলী উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
আফজাল হোসেন এমপি আরো বলেন, বর্তমান সরকারের উন্নয়ন দেখে বিএনপি-জামায়াত জোটের মাথা খারাপ হয়ে গেছে। সেজন্য তারা আবোল তাবোল বলছে।
তিনি বলেন, আওয়ামী লীগের ভিত্তি হলো জনগণ। আবোল তাবোল বলে জনগণকে বিভ্রান্ত করা যাবেনা।
জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট মো. জিল্লুর রহমান।
নিকলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি কারার সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নিকলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, নিকলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নিকলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আসাদুল হক লিটন।
এদিকে আগামী ২৮ ফেব্রুয়ারি কিশোরগঞ্জের মিঠামইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন ও জনসভা সফল করার লক্ষ্যে নিকলীতে স্থানীয় নেতা কর্মীদের সঙ্গে মত বিনিময় করেন আফজাল হোসেন এমপি।