বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের বাজিতপুরে নিখোঁজের দুদিন পর একটি ভুট্টা খেত থেকে যুবরাজ ওরফে যুব (১৬) নামে এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। তিনি বাজিতপুর উপজেলার মাইজচর মধ্যপাড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হয় যুব। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি। আজ মঙ্গলবার দুপুরে মাইজচর মেঘনা নদীর পাড়ে একটি ভুট্টা খেতে তার লাশ দেখতে পয়ে থানায় খবর দেয় লোকজন।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, স্থানীয় সূত্রে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরে পরিবারের লোকজন তার পরিচয় শনাক্ত করে। তার মাথা ও কানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।
তবে কি কারণে কে বা কারা তাকে হত্যা করেছে প্রাথমিকভাবে তা জানাতে পারেনি পুলিশ।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।