পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: অনলাইন মিডিয়া ঢাকা মেইলের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি এস এম রায়হানের পিতা সাবেক শিক্ষক মাওলানা আলতাফ উদ্দিন কাজী (৮৭) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার নারান্দী ইউনিয়নের পোড়াবাড়ীয়া গ্রামের নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। তিনি স্ত্রী, ৭ পুত্র, ৪ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মাওলানা আলতাফ উদ্দিন কাজী পাকুন্দিয়া উপজেলার তারাকান্দি ফাজিল মাদ্রাসার সাবেক শিক্ষক ছিলেন। এছাড়াও তিনি দীর্ঘদিন নারান্দী, চণ্ডিপাশা ও সুখিয়া ইউনিয়নের বিবাহ রেজিস্ট্রার কাজী হিসেবে নিয়োজিত ছিলেন।
মাওলানা আলতাফ উদ্দিন কাজীর মৃত্যুতে নারান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুছলেহ উদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এক শোক বার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।