নিজস্ব প্রতিবেদক: স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৩।
শনিবার সকালে কিশোরগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণে প্রদর্শনী উদ্বোধন করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নজরুল ইসলাম। প্রদর্শনীতে ৩৪টি স্টলে প্রদর্শন করা হয় বিভিন্ন ধরণের পশু পাখি।
কিশোরগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান। সভায় জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাসুম খান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আব্দুস সাত্তার, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সাঈদা রুবায়েত প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সাদাত মো. সায়েম।
প্রদর্শনীতে ১২০০ কেজি ওজনের শাহীওয়াল জাতের একটি কালো রঙয়ের ষাঁড় নিয়ে একজন খামারি অংশ গ্রহণ করে। এছাড়াও ৬০ কেজি ওজনের একটি গাড়ল নিয়ে আসেন একজন খামারি।
সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সাদাত মো. সায়েম বলেন, প্রাণিসম্পদ মেলার মাধ্যমে পশুপালন ও খামারির সংখ্যা বৃদ্ধি পাবে। পাশাপাশি খামরির সংখ্যাও বাড়বে। তিনি আরও বলেন, প্রাণিসম্পদ প্রদর্শনীর মুল উদ্দেশ্য প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি এবং বাজার মুল্য বাড়ানো। আর হাজার প্রতিকূলতার ধকল কাটিয়ে খামারিরা যেন টিকে থাকতে পারেন সে চেষ্টা করা।